কুষ্টিয়ায় ১৫ বছর ধরে সরকারি কোয়ার্টার এক জাসদ নেতার দখলে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন কৃষি সম্প্রসারণ অফিসের এসএএও কোয়ার্টার প্রায় ১৫ বছর ধরে জবরদখল করে রেখেছেন এক জাসদ নেতা। কৃষি অফিস থেকে একাধিকবার কোয়ার্টার অবমুক্ত করার জন্য নোটিশ প্রদান করা হলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে দখলেই রেখেছেন তিনি।ওই নেতার নাম এস এম জামান। তিনি কুমারখালী উপজেলা জাসদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কৃষকজোটের সাধারণ সম্পাদক ও বাগুলাট ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কোয়ার্টার অবমুক্ত করতে উপসহকারি কৃষি অফিসার মোঃ আজিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান ও মোছাঃ আফরোজা খাতুন লিখিত অভিযোগ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার বরাবর। তারই পরিপ্রেক্ষিতে গত বছরের (২০১৯ সাল) ১৮ আগষ্ট উপজেলা কৃষি অফিসার সাত কার্যদিবসের মধ্যে কোয়ার্টার অবমুক্ত করার জন্য নোটিশ প্রদান করেন জাসদ নেতা জামানকে।কিন্তু নোটিশ প্রদানের এক বছর দুইমাস অতিবাহিত হলেও প্রভাব খাটিয়ে কোয়ার্টার রয়েছে তার দখলে।
বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল সরকার বলেন, বেআইনীভাবে জামান কৃষি অফিসের কোয়ার্টার জবরদখল করে রেখেছে। বারবার বলার পরও তিনি কর্ণপাত করেনা।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ কুমার দাস বলেন, উপ সহকারি কৃষি অফিসারদের লিখিত অভিযোগের ভিত্তিতে জামানকে কোয়ার্টার অবমুক্ত করার নোটিশ দেওয়া হলেও তিনি অবৈধভাবে জবরদখল করে রেখেছেন।তিনি আরো বলেন, করোনার কারনে বিষয়টি নিয়ে আর কাজ করা হয়নি, তবে এখন সময় এসেছে।প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস বলেন, জামানের বিষটি শুনেছি।সত্যতা পেলে অবশ্যয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷