কুষ্টিয়ায় মাহফিল থেকে ২৫ মহিলা জামাত কর্মী আটক
কুষ্টিয়ায় মাহফিল থেকে ২৫ জন মহিলা জামাত কর্মী আটক করেছে পুলিশ। পুলিশ বলছে তারা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজার মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন জানান, করোনা কালীন সময়ে কোন জনসংযোগের উপর নিষেধাজ্ঞা থাকলেও গোপনে এই মহিলার জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন নাশকতার উদ্দেশ্যে এইসব গোপন বৈঠক করছে বলে অভিযোগেই তাদের আটক করা হয়।
মোবারক হোসেন, শওকত মিস্ত্রীসহ বেশ কয়েকজন স্থানীয়রা জানান, ওই মহিলারা মাহফিল করছিল। সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷