Breaking News

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সারাদেশে শেষ হলো শারদীয় দুর্গাপূজা।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। অন্যান্য বছরের মতো দেবীর আরাধনার সঙ্গে নাচ-গান দিয়ে উৎসবমুখর একটা পরিবেশ না থাকলেও করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে অনেকে আসেন দেবীর চরণের ধুলা নিতে। করোনা মুক্তি ছিল যেন সবার একটাই প্রার্থনা।



সিদুর খেলা, চন্ডি পাঠ, বিহিত পূজা আর দর্পন বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেবী এবছর দোলায় চড়ে এসেছেন, আর বিদায় নিলেন গজে চড়ে। করোনার কারণে স্বল্প পরিসরে দেবীকে বিসর্জন দেন ভক্তরা।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷