Breaking News

'রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমার শ্রাবন্তীকে কী মনে আছে?

 দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাসরত মডেল ও অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী দেশে ফিরেছেন। তিনি বগুড়ায় গ্রামের বাড়িতে আছেন। সম্প্রতি দেশে ফিরেন জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর অসুস্থ মায়ের জন্য আমেরিকা থেকে দেশে ফিরলেন। তার মা মাহমুদা সুলতানা অনেকদিন ধরেই লিভার সিরোসিস ও ডায়াবেটিসে আক্রান্ত। তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেই সংবাদ পেয়ে দেশে ছুটে আসেন। শ্রাবন্তীর মা এখন বগুড়ার বারডেম হাসপাতালে আছেন।

একসময়ে টেলিভিশনে মডেল ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে প্রশংসিতও হন তিনি।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷