Breaking News

পলাশবাড়ীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 গাইবান্ধার পলাশবাড়ী ৭১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

১৫ অক্টোবর বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের তত্ত্বাবধানে রাত সাড়ে ১০ টার দিকে পলাশবাড়ী থানার এসআই সঞ্জয় কুমার সাহা, এসআই জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের নুনিয়াগাড়ীর রওশন আজাদ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিত্যাক্ত কক্ষ হতে ৭১ বোতল ফেন্সিডিলসহ রংপুর জেলার মিঠাপুকুর থানার শুলুঙ্গা গ্রামের এনামুল হকের ছেলে সাইদুর রহমান(৩৭) ও একই উপজেলার হেলেঞ্চা গ্রামের মকিব মন্ডলের ছেলে একরামুল হক সজিব(২০)কে ৭১ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ দৈনিক গণমুক্তিকে জানান,গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷