Breaking News

৩৫০ পর্বে মিলন-তানিয়া বৃষ্টির ‘চিটিং মাস্টার’

 নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলন ক’দিন আগে হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাসাতেই আছেন তিনি। বেশ কিছুদিন ধরে তিনি জ¦রে ভুগছিলেন। সেখান থেকে শ্বাসকষ্ট হলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতাল থেকে বাসায় নেওয়ার পর বর্তমানে তিনি বিশ্রামে আছেন এবং নিয়মিত ওষুধ খাচ্ছেন। অসুস্থ হওয়ার আগে আনিসুর রহমান মিলন বেশ কয়েকটি নাটকের কাজে অংশ নিয়েছেন। সঞ্জিত সরকারের নির্দেশনায় আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটিং মাস্টার’-এর কাজও করেছেন তিনি। যে ক’দিন তিনি চিটিং মাস্টারের শুটিং করেছেন সে ক’দিন তার সহশিল্পী হিসেবে ছিলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মাঝে চিটিং মাস্টার ধারাবাহিকটির প্রচার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দর্শক চাহিদার কথা বিবেচনা করে আরটিভি কর্তৃপক্ষ আবারও সঞ্জিত সরকারকে নাটকটি নির্মাণের কথা বলায় এর প্রচারপর্ব বেড়ে যায়। আবারও নতুন উদ্যমে সঞ্জিত সরকার নাটকটি নির্মাণ শুরু করেন। যার ফলশ্রুতিতে দর্শকের প্রিয় নাটক ‘চিটিং মাস্টার’-এর আজ ৩৫০ পর্ব প্রচার হবে আরটিভির পর্দায়। ২০১৮ সালের ১২ ডিসেম্বর আরটিভির পর্দায় শুরু হয়েছিল ‘চিটিং মাস্টার’ ধারাবাহিক নাটকটি। প্রতি বুধ থেকে শনিবার রাত ৯টা ৩০ মিনিটে আরটিভির পর্দায় প্রচার হয় নাটকটি। এতে আনিসুর রহমান মিলনের অভিনয় প্রসঙ্গে পরিচালক সঞ্জিত সরকার বলেন, ‘এ নাটকে মিলন ভাই একজন ঢাকাইয়ার চরিত্রে অভিনয় করেছেন। চমৎকারভাবে তিনি ঢাকাইয়া ভাষায় কথা বলেছেন। সত্যি বলতে কী, মিলন ভাই খুব ভালো মনের একজন মানুষ। নিঃসন্দেহে তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। যে চরিত্রেই তিনি অভিনয় করেন, এতটা সাবলীলভাবে অভিনয় করেন যে, সে চরিত্রেই তিনি পারফেক্ট হয়ে ওঠেন। আমার চিটিং মাস্টারে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন।




কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷