Breaking News

গোবিন্দগঞ্জে পেশাদার ৪ জুয়ারু আটক

 গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই আমিনুল ও এসআই অনিমেষদ্বয়ের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৩০ সেপ্টেম্বর রাত ১১.০০ টার সময় তালুককানুপুর ইউপির নোদাপুর সাকিনের কফিলের বসতঘরের মধ্য থেকে টাকার বিনিময়ে তাস খেলা অবস্থায় জুয়ারি ১। জাহাঙ্গীর আলম (৫০) পিতা মোবারক আলী সাং- সমসপাড়া ২।তাজু মিয়া (৫০) পিতা- মৃত বছির উদ্দিন সাং- নোদাপুর ৩।মন্জুরুল(৪০) পিতা- আবুল হোসেন সাং রামনাথপুর ও ৪। মতিয়ার রহমান (২৮) পিতা- আব্দুল হামিদ সাং সমসপাড়া সর্ব থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদের কে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিরা পেশাদার জুয়ারি। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় জুয়া আইনে একটি মামলা রুজু হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷