গোবিন্দগঞ্জ ফুলবাড়ী ইউনিয়নের শ্যামপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শণ করলেন জেলা প্রশাসক আব্দুল মতিন
সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে বন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রাম রক্ষা বাঁধ হুমকির সম্মুখীন হওয়ায় জেলা প্রশাসক আব্দুল মতিন বাঁধ পরিদর্শণ করে দ্রæত কাজ করার নির্দেশ দেন পানি উন্নয়ন বোর্ডকে।
আজ (বুধবার) সন্ধ্যায় ফুলবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রাম রক্ষা বাঁধ পরিদর্শণে জেলা প্রশাসক আব্দুল মতিনের সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী সহ সকল ইউ’পি সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷