সাঘাটা থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা
গাইবান্ধার সাঘাটা থানায় ঘটে গেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে থানার ভেতরে ঢুকে এক অজ্ঞাত ব্যক্তি এএসআই মহসিন আলীর ওপর ছুরিকাঘাত চালায়। তার মাথা ও হাতে ছুরির আঘাত করা হয় এবং এ সময় তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। হামলাকারী এএসআই’র রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।
হামলার পরপরই ওই ব্যক্তি থানার পেছনে থাকা সাঘাটা হাই স্কুলের পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে এবং সেখানেই লুকিয়ে পড়ে। পুলিশ স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালালেও রাত সাড়ে ১২টা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
আহত এএসআই মহসিন আলীকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এএসআই লিটন মিয়া। তিনি জানান, হামলাকারীকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত হামলার পেছনের কারণ জানা যায়নি।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷