গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত-২, আহত-৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষকসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ৯ জানুয়ারী সোমবার সকাল এগারটার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন মধ্যবয়সী নারী দুলালী বেগম। সে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগারী গ্রামের আবু বক্কর মন্ডলের স্ত্রী। নিহত অপরজন সাফিয়া খাতুন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রুবেল। সে রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত সময়ে বিপরীত মুখী একটি বালুবাহী ট্রাক ও ইজিবাইক ঐ স্থানে পৌছিলে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা যাত্রীরা আক্রান্ত হয়।আক্রান্ত যাত্রীদের মধ্যে দুলালী বেগম ঘটনাস্থালেই মৃত্যুবরণ করেন এবং স্কুল শিক্ষক রশিদুল ইসলামকে হাসপাতালে পাঠানোর পর মৃত্যুর খবর পাওয়া যায়। অন্যান্য ৫ জন যাত্রী আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনক যাত্রীদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পাওয়ার পর পরই হাইওয়ে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ যায় এবং উদ্ধারকাজ পরিচালনা করে। তিনি জানান ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷