গাইবান্ধার পলাশবাড়ীতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের আ. ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) ও সিএনজির চালক সদরের ভাটপাড়া গোপালপুর গ্রামের নজল হকের পোলা নুরুল ইসলাম (৪০)।
প্রথম তিনজনের মৃত্যুর বার্তা পলাশবাড়ী ফায়ার সার্ভিস এবং থানা সূত্র নিশ্চিত করলেও চতুর্থজনের মৃত্যুর খোজ-খবর গাইবান্ধা সদর চিকিৎসালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের ১টি বাস অটোরিকশাটিকে চাপা দ্বারা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন এবং হাসাপাতালে নেয়ার পর এক অটোরিকশাযাত্রী নিহত হন।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করে জানান, বার্তা পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শাকিলের ঠিকানা জানা যায়নি।
পলাশবাড়ী উপজেলার ওসি মাসুদ রানা জানান, তিনজনের মৃত্যুর খোজ-খবর পেয়েছি। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷