Breaking News

নিজ বাড়ির দুই কেন্দ্রে মাত্র ৪৭ ভোট পেয়েছেন বিমান প্রতিমন্ত্রী

৫ম দফা ইউপি নির্বাচনে হবিগঞ্জের চা বাগান অধ্যুষিত ও বেসরকারী বিমানচলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর নির্বাচনী এলাকা চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় নৌকার ভরাডুবির ঘটনা ঘটেছে।  মন্ত্রীর বাড়ীর দুই কেন্দ্রে নৌকা পেয়েছে মাত্র ৪৭টি ভোট। চা বাগান অধ্যুষিত এলাকায়ও হেরেছে নৌকা। এমনকি জামায়াত থেকেও এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেখানে।

বেসরকারী বিমানচলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর গ্রামের বাড়ী মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে। বুল্লা ইউনিয়নের ওই গ্রামে কেন্দ্র রয়েছে দুটি। বানেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের শামীম রহমান পান ২৫ ভোট। বিজয়ী আওয়ামী লীগ বিদ্রোহী মিজানুর রহমান পান ৯১৭ ভোট। বানেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শামীম রহমান পান ২২ ভোট এবং মিজানুর রহমান পান ১হাজার ১৩ ভোট। ওই ইউনিয়নে শামীম রহমান ১হাজার ৭৫ ভোট পেয়ে ৪ প্রার্থীর মাঝে চতুর্থ হন। বিজয়ী মিজানুর রহমান পান ৩হাজার ৭২৫ ভোট। বিজয়ী মিজানুর রহমান প্রতিমন্ত্রীর আপন চাচাত ভাই এবং বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।





কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷