হিলিতে কমেছে পেঁয়াজের দাম
#gaibandha_online_portal হিলি স্থলবন্দরে পাইকারি আড়তগুলোতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। প্রতি কেজিতে কমেছে ৬ থেকে ৮ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ২৭ থেকে ৩০ টাকা কেজি দরে। বর্তমানে ২১ থেকে ২২ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। হিলি বন্দরে পেঁয়াজের দাম কমায় খুশি পাইকাররা। তবে খুচরা বাজারে ক্রেতা তেমন নেই বলছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, পাবনা ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ উঠেছে। এতে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় আগের তুলনায় দামও কম। সেই সঙ্গে ক্রেতা সংকট। #gaibandha_online_portal
পেঁয়াজ আমদানিকারকরা জানান, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ মাঝে মাঝে ওঠানামা করছে। কারণ দেশের বাজারে এখন প্রচুর পরিমাণ দেশীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। যার জন্য আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আগ্রহ হারিয়ে ফেলছে।
কথা হয় হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ক্রেতার সঙ্গে তারা বলেন, কয়েক দিন আগে হিলি বাজারে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হয়েছে। কিন্তু এখন পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। আজকে পেঁয়াজের দাম অনেকটাই কম তাই ৫ কেজি পেয়াজ কিনলাম । এই রকম দাম থাকলে আমাদের জন্য ভালোই হয়।#gaibandha_online_portal
আরেকজন বলেন, কয়েকদিনের তুলনায় দেশি পেয়াজের দাম অনেকটাই কম। আজকে পেঁয়াজ কিনলাম ২২ টাকা কেজি দরে। তবে ভালো পেঁয়াজের দাম একটু বেশি।
হিলি বাজারের আড়তদার ফিরোজ বলেন, দেশি পেয়াজের আমদানি বেশি হওয়ার কারণে দাম কমে গেছে । গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি করেছি ৩০ টাকায় আজকে পেঁয়াজ বিক্রি করছি ২৫ টাকার নিচে। দাম কমায় বেশি করে কিনছেন ক্রেতারা। এতে আমাদের পেঁয়াজও বিক্রি হচ্ছে বেশি করে।
হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহে ৬ কর্মদিবসে ভারতীয় ৫৬ ট্রাকে ১ হাজার ৫৬৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার আমদানি হয়েছে ভারতীয় ১১ ট্রাকে ২৯৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।#gaibandha_online_portal
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷