গাইবান্ধার পলাশবাড়ীতে মৎস্য চাষীদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত
''নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে মৎস্য চাষীদের মাঝে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার পলাশবাড়ী সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের বড়শিমুলতলা মফিজ উদ্দীন সরকার এগ্রো ফিসারিছ খামারস্থ এলাকায় কার্পের সাথে দেশীয় প্রজাতির ছোট মাস চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।
ওই এলাকার ২০ জন মৎস্য চাষী দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়সাল আযম, গোবিন্দগঞ্জ উপজেলা খামার ব্যবস্থাপক, আব্দুর রাজ্জাক মিয়া ও পলাশবাড়ী সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, সাংবাদিক মাসুদার রহমান মাসুদসহ অন্যরা। পরে অতিথীরা ক্যানাডা প্রবাসি আবুল কাসেম সরকারের মফিজ উদ্দীন সরকার এগ্রো ফিসারিছ মৎস্য খামার পরিদর্শন করেন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷