গাইবান্ধায় নির্মাণাধীন বাড়ি থেকে নবজাতক উদ্ধার
গাইবান্ধায় নির্মাণাধীন বাড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চৌধুরী পাড়ার একটি নির্মাণাধীন বাড়ি থেকে কম্বলে মোড়ানো ও পিপড়া কামড়ানো অবস্থায় মেয়ে নবজাতককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ।
স্থানীয়রা জানায়, বুধবার (২০ জানুয়ারি) বিকেলে চৌধুরী পাড়া গ্রামের ফুল মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে নবজাতকের কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজ শুনে স্থানীয় গৃহবধু শিবলী বেগম শিশুটিকে উদ্ধার করে। পরে মানবাধিকার কর্মীদের সহায়তায় গাইবান্ধা জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
ডাক্তাররা জানান, শিশুটি শিশু ওয়ার্ডে তাদের অবজারভেশনে রয়েছে। গৃহিনী শিবলী বেগম শিশুটিকে সন্তান স্নেহে লালন-পালন করতে চান। তিনি শিশুটির নাম রেখেছেন উম্মে আয়মান।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷