গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর উদ্বোধন।।
মোঃ তাওহীদ তুষারঃ "শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাইবান্ধায় ৫-১১ অক্টোবর পর্যন্ত ৭ দিনব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
গত সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা এর যৌথ আয়োজনে সরকারি শিশু পরিবার বালক এতিমখানায় স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, বাংলাদেশ শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার রেবেকা পারভীন, শিশু পরিবার (বালক) এর উপ-তত্বাবধায়ক সুমন সরকার, এনসিটিএফ গাইবান্ধা এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, সৃজনশীল গাইবান্ধা সংগঠনের সিইও মেহেদী হাসান।
এসময় শিশুদের মধ্য থেকে বক্তব্য রাখেন শিশু পরিবার বালক নিবাসী মোঃ ইয়াহিয়া মিয়া (১৪)।
৭ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে তিনটি গ্রুপে ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা, কন্যা শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, এতিম, সুবিধাবঞ্চিত ও বিশেষ শ্রেণির শিশুদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷