Breaking News

গোবিন্দগঞ্জে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

 সোমবার (২৬ অক্টোবর ) বিকাল থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সর্বত্র দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন হয়েছে। ধর্মীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্দির ও পূজা মন্ডপে সকালে দর্পন বিসর্জন করেন পুরোহিতরা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেবী দুর্গার পাঁচ দিনব্যাপী পূজার্চনার সমাপ্তি হয়। দর্পন বিসর্জন সম্পন্ন করার পর সনাতন সম্প্রদায়ের রমণীরা সিঁদুর ও আলতা নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানায়। এরপর প্রতিমা বিসর্জন এবং শান্তিজল গ্রহণ করা হয়।


উপজেলা ও পৌর শহরের বিভিন্ন পুজা মন্ডপ থেকে প্রতিমা নিয়ে ট্রাকযোগে শহর প্রদক্ষিণ শুরু হয়। এসময় বিপুল সংখ্যক নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ নাচে-গানে মেতে ওঠে। বিকাল থেকে করোতোয়া নদীর কাটাখালী ব্রীজের পশ্চিম পাশে বিজয়া শোভাযাত্রাগুলো একত্রিত হয়ে সেখানে একে একে শহরের প্রতিটি মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হয়।

প্রতিমা বিসর্জন উপলক্ষে গোবিন্দগঞ্জের করোতোয়া নদীর কাটাখালী ব্রীজের পশ্চিম পাশে বিকেলের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রতিমা বিসর্জনের স্থানে সার্বিক ব্যবস্থাপনার খোজখবর নিতে আসেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান,উপজেলা পুজাউদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাউন্সিলর রিমন তালুকদার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আলকাস সরদার,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শাকিব খান লেবু, গোবিন্দগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব জানান,এবছর উপজেলায় ১১৬ টি মন্দির ও মণ্ডপে উৎসব আনন্দের মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷