Breaking News

ঘোড়াঘাটে আর্মি ল্যান্ডের জমি ভুমিদুস্যু কতৃক জোড়পূর্বক দখল করার চেষ্টা বসতবাড়ী ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের

Image may contain: 1 person, sitting, bedroom and indoorদিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় প্রতিপক্ষের হামলায় ঘড়বাড়ী ভাংচুর লুটপাট ও নারী- পুরুষসহ ২জন গুরুত্বর আহতের ঘটনা ঘটেছে।
গত (১৩ আগস্ট) দুপুরে উপজেলার নুরজাহানপুর গ্রামে এঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন আর্মি ল্যান্ডের জমি লীজকৃত ভাবে প্রায় ২৫ বছর হলো ভোগদখল করে আসছেন। বিবাদী নজরুল ইসলাম সরকারী আইনকে অমান্য করে জোড়পূর্বক জমি দখলের চেষ্টা করেন। এরিধারাবাহিকতায় ১৩ আগষ্ট নজরুল গংরা দিন-দুপুরে হামলা চালিয়ে ২ জন কে বেধড়মারডাং করে গুরুত্বর আহত করেন ও ঘড়বাড়ী ভাংচুর সহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আহতের ডাকচিৎকারে আশা পাশের স্থানীয় লোকজন আগাইয়া আসিয়ে তাদের উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করান। আহতেরা হলেন বাদীর স্রী পেয়ারা বেগম, ছেলে মীর সাওয়াখাত হোসেন।

এব্যাপারে ঘোড়াঘাট থানায় আনোয়ার হোসেন বাদি হয়ে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷