Breaking News

গোবিন্দগঞ্জের ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃ -বৃন্দের বিএনপির প্রয়াত এমপি আব্দুল মোত্তালিব আকন্দের কবর জিয়ারত|

গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের প্রয়াত সংসদ সদস্য এমপি মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করেছেন নব নির্বাচিত গোবিন্দগঞ্জ থানা,পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
২৮আগস্ট (শুক্রবার)সকালে পৌর শহরের বিপিএড কলেজে সমাহিত কবর জিয়ারত করেছেন ছাত্রদলের নেতা কর্মীরা,এ সময় উপস্থিত ছিলেন
গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আহবায়ক সৈয়দ আলামিন রনি,পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম,থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার,পৌর ছাত্রদলের
সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোবিন্দ কুমার,সজিব উদ্দিন,জুরাইন রাব্বি,ফেরদৌস আলম,আরাফাত নিয়ন,জুয়েল খন্দকার,সোহেল রানা,শাওন প্রধান,উজ্জ্বল শেখ,সদস্য রাসেল সরকার,আন্তর,জুয়েল,আনাছ,প্রিন্স,সৈকত,এ ছাড়াও ছাত্রনেতা জুয়েল রানা,আবু বাছেদ,সোহাগ,
আনারুল,আপেল,ইলিয়াস,মনিরুল,হেনা,রাসেল শেখ,রাজু নির্বাচন প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত নেতারা বলেন প্রয়াত এমপির শূন্যতা কখনোও পূরন হবার নয়।তিনি গোবিন্দগঞ্জ উপজেলার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। দল-মত নির্বিশেষে উনি গোবিন্দগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করেছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন উনি। উনার আদর্শকে ধারণ করে আগামীতে গোবিন্দগঞ্জের উন্নয়নে সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷